বিরহবর্ষায়
এক একটি শ্রাবণের বুকে অপার তৃষ্ণা
ব্যথাতুর চেয়েছে আশ্বাস শান্তির অমিয় বুক
সুরের বিস্তার দাদুরিনিনাদে আদিম উল্লাস
ধুলোট ভাঙা হট্টগোলে নামগান
ঘুম না ভাঙার গল্প আরবরাতের জিন।
মজানদীর আক্ষেপে ভাসে খরডাঙা ধু ধু
সেদিনও তার যৌবনঘূর্ণি ছিলো সহস্রপাক
নৌকোর লগিটি গ্যাছে বেহুলা ভাসানে
শুকনো বুকের শোকে বৈধব্য শুষে নেয়
যা কিছু তরল লগিবাজ মাঝি শোনে ভাতঘুম
দোতারায় সিলেটি ধামাইল রাধারমণ ঘাট
ভরা যমুনার কোলে বর্ষা অভিসার
মেঘের ছলনাচোখে ভুল গর্ভের অলীক ইশারা।
কৃষ্ণকথার মেঘে গোচারণ ভাসে
মাটির কলশে কুবোডাক ডুবসাঁতার
সে গ্রামে বন্ধুর বাড়ি মনকেমনের ঢেউ
আসবে বলে আশার ছত্রাক জেগে মাঠময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন