শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

হাইকেল হাশমী-র কবিতা


 জীবনচক্র

প্রত্যেক সামগ্রীর মতো

মানুষেরও একটি মেয়াদ উত্তীর্ণের সময় আছে।

সব সামগ্রীর মতো

মানুষেরও একটিশেল্ফ লাইফআছে।

সকল সামগ্রীর মতো

মানুষেরও একটি কার্যকরী জীবন আছে।

মেয়াদ উত্তীর্ণের পর সামগ্রী যেমন বিষাক্ত হয়ে যায়

মানুষও নিজের জন্য

অন্যের জন্য বিষাক্ত হয়ে যায়।

সে আর কারোর প্রয়োজনে লাগে না

সে একটি নিষ্প্রয়োজন সামগ্রীর মতো

কখনো এই তাকে কখনো তাকে

তার পর পিছনেষ্টোর রুমেচলে যায়,

ওখান থেকে তার স্থানডাস্টবিনে

মানুষের জীবনচক্র

একটি সামগ্রীর মতো।

1 টি মন্তব্য: