বিবর্ণ পাতাদের গায়ে থাকে অবসাদ
ঝড় আনে শব্দ মাখা পতনের সংবাদ
আকুতি বৃথাই যায়
শূন্যে দিশা হাতরায়
ইতিহাসে লেখা থাকে অব্যক্ত বিষাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন