তুমি প্রসন্ন হও
একটা মানুষ জন্ম পেয়ে তোমাকে ভালবাসলাম। তুমি আমার থেকে শত শত আলোকবর্ষ দূরে। তোমার কন্ঠস্বর চার্চের ঘন্টার মতো, দুলতে থাকে। একটা লাশবাহী এম্বুলেন্স তোমার দিকে যেতে গিয়ে শূন্যে মিলিয়ে যায়। তুমি স্বীকার করো।
উপহার স্বরূপ একটা গোলাপের পাহাড় মাথায় করে নিয়ে আসছি। তোমাকে নিয়ে পাখিদের অভিযোগ, ফুলেদের তীব্র অভিমান, এবার তুমি অভিশপ্ত হবে। একটা সিংহ কেশর ফুলিয়ে হেঁটে আসছে আমার দিকে। তুমি তাকে নিষেধ করো, তার অন্ধ ছানারা পথ ভুলে যাচ্ছে।
আমি যেন মুহূর্তে তাদের খাদ্য হতে পারি। তুমি আমাকে কথা দাও, এই পৃথিবীর আশ্চর্য খাদ্য শৃঙ্খল ভেঙে তুমি কখনো আমাকে ভক্ষণ করতে চাইবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন