বারবনিতা
সকাল হতেই মেঝেতে কলসি উপুড় করে রেখে গেছে ডানপিটে ছেলেটা
তারই অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন পোহায়।
কলসি থেকে জল গড়িয়ে ভিজে গেছে বালিশ, তোষক,
ধনেশ পাখির ঠোটে ঠোটে বিলি হয়েছে
উঠোন জোড়া হরিলুঠের গুড়বাতাসা
বাড়া ভাতের থালার চারিদিকে হুলো বেড়ালের আনাগোনা,
দুধের সরে উড়ে বেড়ায় অবেলার মাছিরা…
ভাঙা কলসি বুকে লাল আকাশ দাঁড়িয়ে থাকে
ডানপিটে ছেলেটার পথ চেয়ে…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন