জাল
স্তব্ধতা একটি নিছক কাল্পনিক শব্দ
মেঘ উড়ে গেলে
মেঘ ছড়িয়ে থাকে পুকুরের ঘাটে,
লাউয়ের মাচায়
দিগন্তের ছায়ায় কে যে বসে থাকে একা
অসমাপ্ত শ্বাসশব্দ তীব্র নীলে মিশে যায়
আর বাগান বারান্দা জুড়ে
জাল ছুঁড়ে দেয় মাকড়সা
লেখার সাবলিলতা কবিতায় সমুজ্জ্বল। অনন্ত ভালোলাগা। ধন্যবাদ।
লেখার সাবলিলতা কবিতায় সমুজ্জ্বল। অনন্ত ভালোলাগা। ধন্যবাদ।
উত্তরমুছুন