পালানোর আগের রাতে
পালানোর আগের রাতে দীর্ঘ স্মৃতিভার
দ্বিধার ওপরে বসে থাকে সাদা কাক
সংশয়ে কুয়াশাজ্যোৎস্নামেশা আনন্দ যন্ত্রণা।
কেন কাঁদছে কুকুর, সন্দেহজনক পাতার খসখস
বন্ধ না খুলছে দরজা হয় না ঠাহর।
আর যে সময় নেই ফিরে তাকানোর
ঘড়ির কাঁটায় বিঁধে আছে সাংকেতিক চোখ
ঘন জাম্বুরা গাছের আড়ালে লুকিয়ে রয়েছে
যেন সাত জন্মের চেনা আলো অচেনা ছায়ার।
কে যেন ঝাঁপিয়ে পড়ে পাড়ার পুকুরে
পাড় ভাঙছে. . .
এক পেতে ছাড়া যায় সব
ফনিমনসার পাতা বদলায় রঙিন কাঁটায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন