মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

কল্যাণ চট্টোপাধ্যায়-এর কবিতা

সম্পর্ক

ভালোবাসা বাতিঘর। ঠুনকো। গবাক্ষ ঘিরে আছে ফিনফিনে কাচ।

হাওয়া খুব দুরন্ত নয়। তবু এলোমেলো। জলকণাময়।


সমুদ্রসৈকত ঢেউয়ে ঢেউয়ে ভিজে যায়। সময় খুব কমেই

বালি হয়ে ওঠে শুকনো। ঝুরো। উসকো খুসকো।

মধ্যাহ্ন এসে পড়ে হুড়মুড়িয়ে। তারপর পড়ন্ত বেলা।


খেলা শেষের দিকে। দিগন্তে দিগন্তে লাল আবহ।

মন পুড়ে যায়। মন পুড়ে যায়। ভালোবাসা বাতিঘর।

মনেরই একটা ঠুনকো রূপ। স্বচ্ছ। নির্ভেজাল।


একসময় সব টান মোহ তার জগতের রেখাটির থেকে সরে এসে

ডুব দেয় গভীর জলে। আলোর রেখাটিও মুছে যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন