যে ভাবেই বলিনা কেন
একটা শরীর পুড়ে যাওয়ার গল্পই
ইনিযে বিনিযে আকাশের দিকে উঠে যায়
তুমি ভাব তোমার কথা বলেছি
এলো চুলের ঝরে পড়া খুঁজতে খুঁজতে খুব করে
কাঁদ যখন আমিও আমার মত বিষাদ আঁকি
গাছেদের পাশে দাঁড়িয়ে দেখি
কেমন করে বৃষ্টিকে বুকে ধরে কাঁদছে
আমিও নীরবে চোখের জল ফেলি
বিষাদগুলো জড়ো করে
খুব যত্ন করে বীজের মতো পুঁতে ফেলি পরপর
তারপর অপেক্ষা করতে থাকি
কবে একদিন হাতজোড় করে ওরা আকাশে তাকাবে
চোখের জল দিয়ে গোড়াগুলো ভিজিযে
পাশে বসে থাকি একজন বন্ধুর জন্য
এভাবেই আমার নিজস্ব দুঃখ ভুলে থাকতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন