মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

তাপস কুমার চট্টরাজ-এর কবিতা

ঝোলা

বাবা বলেছিল তোকে তো 
দেবার মতো কিছুই নেই আমার 
কোনদিন সঞ্চয়ের কথা ভাবিই নি
এক কাজ কর, আমার ঝোলাটা নে
আমি বলেছিলাম ঝোলা নিয়ে কি করবো 
ওটা তো বড্ড ভারি।
সংসারের জোয়ালের থেকেও? 
ওটা যখন বইতে পারছিস তখন এটাও
পারবি।
ওটা নিয়ে আমি কি করবো 
নিয়েই দ্যাখ, একবার কাঁধে চাপালে 
ছাড়তে পারবি না। নেশা হয়ে যাবে।
সেই নেশাতেই বুঁদ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন