বিনম্র সন্ধ্যায় মোক্ষের ঘোড়া এগোয়
আলো-আঁধারির অন্তর্বাসে চৈতন্য ঢাকে মুখ
দিগন্তের আঁচল জুড়ে অবশেষের ক্লান্ত ছায়া
সন্দেহের কোকিল উড়ে যায় কোলাহলের মাঠে
উপকূল জুড়ে ভাসছে লোনা স্বপ্ন
চুমু খেতে আসে নৈঃশব্দের নীরব বিশ্বাস
কফিনের শরীরে আঁকা মৃত সংসারের কাব্যকথা আর আতপ চালের দলিল
যুদ্ধের গন্ধ আজও শরীরের পরতে পরতে সাজানো
মারাত্মক ঘুণ ধরেছে বুটের সুকতলায়
ছেঁড়া চপ্পল নিয়েই ভাঙাস্বপ্নের তৃষ্ণার্ত অভিযান
স্বপ্নীল বৃক্ষের পাতায় আজও সাঁটানো জীবনের বিজ্ঞাপন আর অন্তর্বাসের আত্মকথা
আলো-আঁধারির ছেঁড়া পথে ছুটে চলেছে মোক্ষের ঘোড়া
উলঙ্গ বাতাস ছেঁড়া অন্তর্বাসের মর্মবাণী শোনে ----
সুন্দর
উত্তরমুছুন