অদেখা অনুরাগে অন্তরঙ্গ ইশারায় ফোটে
বাঁশিহীন বিষাদের বিষন্ন বৈরাগ্য প্রহর গোনে
রেখাপাত অবিরত আকাশের কাছে জিগির তোলে
কাঙ্খিত ভরসার বিস্ময় ভাবায় অনন্তের ঠিকানায়
হৃদয় ভেজে না তাও বিপন্ন উচ্চারণে অলেখা কত ফুট ওঠে
ভাষ্যে গোধূলির মত গতিপথ দীর্ঘশ্বাসে উপুড় হয়
এক মেঘের ভেতর যত কথা থাকে একলা ধারাপাতে
সব অনুভূতির কাছে আসে অবর্ণন ডানায় ডানায়
স্মৃতিচিহ্ন ডাক ছাড়ে শূন্যতা সহাস্যে ব্যথার বিনির্মাণ চায়
দিকদিগন্তে স্বাক্ষরে আকাশ -কোলাজের ভাইব্রেশন যেন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন