শুধুমাত্র শেকড় ছোঁব বলেই আমার কোন উদযাপন ছিলনা শুভেচ্ছাবার্তায়
ফুরিয়ে আসার আগে কোন ঋতু যখন ভিজিয়ে দিচ্ছে শহরতলির ভ্রমণ
আমি কবিতানগর পেরিয়ে ছায়া খুঁজছি হ্যামলকের
রক্তের তঞ্চনে যখন গাঢ় হচ্ছে রাত্রি কালীন সংলাপ
একটি নিভে যাওয়া বাতিস্তম্ভে হঠাৎ করে জ্বলে উঠছে আলো
এখানে মাটির নিচে শুয়ে আছেন ঈশ্বর
যথারীতি কোন বাউলের সুর আমাকে ভেঙে ফেলছে তুমুল আছাড়ে
বুকের ভেতর জমে উঠছে উর্বর পলি ও আনকোরা নামহীন হ্রদ
জানালার ওপারে প্রত্যন্ত গ্রামের দেশ ঘুমিয়ে পড়তেই
আমাদের নাভির বিষাদ ছুঁয়ে উড়ে যাচ্ছে মৌন কবুতর
অসাধারণ অনুভব
উত্তরমুছুন