মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

দেবযানী বসু-র কবিতা

লীলা সরোবর ও রমণসাথী

লেখার জন্য ঘাসের ডগায় শিশির সেলাইভা প্রস্তুত করে দিয়েছে। পতঙ্গের ক্রিয়াপদ আর মানুষের ক্রিয়াপদ পর পর গুলিতে ঝাঁঝরা বিশেষত দাবনা লক্ষ্য করে বিপ্লবী সঙ্গীত যখন প্রাণ ফিরে পায়। হাত ধরা কাকুতি নিয়ে ছোট পত্রিকাটি শেষ শীতের আমেজ বজায় রাখছে। 'তৈল তুলা তনূনপাৎ তাম্বুলে তপনে' জমে উঠেছে মেলা। কফি চা কেক তপ্ত ক্লিভেজ এর শিককাবাব পতাকা ওড়াচ্ছে। মানুষ খাব বলে আমি ঝাঁপিয়ে পড়েছি সাদাচুলের ইউক্যালিপটাস। অসংখ্য মরা নদী নাব্য করে দিয়েছি। অন্য জীবনের পারদ ভারসাম্য রাখছে গড়াচ্ছে পাঁজরের এ খাঁজ ও খাঁজে ছাতারের কাঁই চেঁচামেচি সহ। লেখার জন্য কলমসাথী পত্রিকা কচ্ছপের মাংস সহ নিমন্ত্রণে ব্যস্ত। গুঁতিয়ে ইউক্যালিপটাসকে মন্ড পাকাবার শেষে ক্ষমা  চাওয়া ও দেওয়া ছাড়া এ অমঙ্গল গ্রহ পুরস্কারও দিচ্ছে। মেনু কার্ডে ফলাও করে প্রায় হাতখানেক ছোটগল্পে লেখাও তাই। ইতিশরীর ফেইথফুলি ইয়োর স্যর। 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন