মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

শশাঙ্কশেখর পাল-এর কবিতা

শহীদের জন্মবৃত্তান্ত 

রাজার বন্ধুরা মানুষ নয় তারা সব রূপকথার 
মিথ্যে মানুষ ছড়িয়ে আছে ঠগ বাছতে বুদ্ধি নাশ
টিভিতে নিতবর নন্দনে কাক এমনকি দরবারে
                                    লটারির নকল বাজিগর 

আহা বাঙালির লিজেন্ড সত্যজিৎ 
টাকার পাহাড়ে নায়ককে ডুবিয়ে চুবিয়ে খাওয়ালেন খাবি
মৃণাল সেন ভাঙলেন কাচের শোকেস... 

আমদের কী আনন্দ 
পিছিয়ে থাকি কেন দলমত নির্বিশেষে পড়লাম 
                                       লিখলাম কলম খুলে
সে এক অপগন্ডের দেশ
মসনদে প্লাস্টিক ডিম 
লক্ষ্মীর ছানাপোনারা ব্যালটগৃহে পেতে বসল সংসার 

লক্ষ্যহীন রাজনীতির সহজতর পতনমুখ দিশা
হবুচন্দ্র গবুচন্দ্র ককটেলে হীরকের যন্তরমন্তর
                                                 রোবট-মানুষ-তোতা 

ভাষার সন্ত্রাস লোভ লালসা হাতছানি সরিয়ে তিনি দাঁড়ালেন 

ডানহাতে শাসন দণ্ড পাঁজরে বুলেট বাঁহাতে আপামর প্রেম 
শাসক নুয়ে পরলেন শহীদের পদতলে 

 

২টি মন্তব্য:

  1. ' শহিদ ' এটি শুদ্ধ বানান। এটি বিদেশি শব্দ । তাই দীর্ঘ ঈ কার হয় না। কবিতাটি সুন্দর।

    উত্তরমুছুন