এই রাত জানে
মৃত্যু আঁকছি,স্পর্শ করো, ---
সাগরের বুকে ভাঙা ক্যানভাস।
স্বপ্নের কড়িকাঠ ভেঙে দিয়ে
কামনা – আকাশ গেয়ে ওঠে
মৃত্যু আঁকছি, স্পর্শ করো।
দূরত্ব যত বেড়েছে
প্রলাপ অস্ত্র হয়েছে আমার।
কৈশোর-সাগরে
স্নান করে তার গান এখনো
মৃত্যু আঁকছি, স্পর্শ করো।
বৃষ্টির চিহ্নগুলো
স্তব্ধতাধ্বনি বেজে ওঠার পর
কথাপথে তুমি। –
ভাবনাসাগরে তথ্য আর
বিজ্ঞাপনের জাহাজে
বসে আছো মৃত জামাই হয়ে
দাঁড় বেয়ে চলা বিধাতার।
জন্মআঁতুরে মেঘ।পোয়াতি চোখে
জন্মালো ব্যাধি হয়ে শুশ্রুষা – আলো।
চিহ্নে জেগেছে সৌদামিনী…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন