মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

দুর্গাদাস মিদ্যা-র কবিতা

সমুদ্র দর্শন

ধীর গতিতে ঝরে পড়ছে বৃষ্টি জলধির বুকে
যেভাবে ঝরে মহুয়ার ফুল মাটিতে।
সেই সৌন্দর্যে মুগ্ধ হয় কবির দুচোখ
আর তার ভাবনার পরিসরে সুর হয়ে বেজে ওঠে বর্ষার গান -ঝরঝর বাদল ঝরে।
প্রকৃতির সেই রূপে মুগ্ধ হয় কত শত মানুষের মন 
প্রাণভরে উপভোগ করে সমুদ্র দর্শন।
তাদের আনন্দের কলতানে ভরে ওঠে সমুদ্র সৈকত
ঘন্টার পর ঘন্টা চলে সমুদ্র স্নান সেই তরঙ্গায়িত জলে 
ভুলে যায় ফেরার সময়
অভাবিত আনন্দের বান ডেকে যায় তাদের হৃদয়ে
পুলকিত হয় মন 
যেন সার্থক হয় সমুদ্র দর্শন

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন