শুক্রবার, ২ জুন, ২০২৩

শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা

পাঠ

বৃষ্টির ভাষা পাঠ করি
পাতা চুইয়ে ফোঁটা ফোঁটা শিশির পাঠ করি
অন্ধকারের ভাষা পাঠ করি
তোমার চোখের ভাষা পাঠ করি

বনকলমির ডগায় বসা ফড়িং
উড়ে গেলো।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন