মনখারাপ হয়। আর তারপরও মনখারাপ হয়। নীল মেঘে উড়ে যায় কেউ। কেউ বৃষ্টি-বাদল হয়ে অযাচিত অন্যকে ভেজায়। আমি কাঠফাটা, জলের কাঙাল, মরুতে দাঁড়িয়ে থাকা উটের নীরব। পায়ের তলায় তাতা ধু ধু প্রান্তর। তবু এই একুশ শতকে তাতল সৈকতরূপী সুতমিত রমণী সমাজে কেউ নয় অনপেক্ষ(তুমিও কী সম্পূর্ণ স্বাধীন!)। মেঘে মেঘে অকারণ ওড়ো। কখনও নাভির নীচে ছেনে আনো বিস্তীর্ণ জাঙাল। তবু শেষের বিচারে গিয়ে সবকিছু ভুলই মনে হয়। তাতল সৈকতে বারিবিন্দুসম, তোমাদের আমাদের জীবন যেমন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন