শুক্রবার, ২ জুন, ২০২৩

অনিন্দ্য রায়-এর কবিতা

প্রিয়তমা, 

তুমি কি শুয়েছিলে আমার পাশে

যখন  

মনোবিষাদে আমি মাথা পেতেছিলুম 

রেল লাইনে

তুমি কি বুকে টেনেছিলে আমার নিরাশ মুখ

যখন  

'প্রতিবাদী' মনীষীরা  কালাতঙ্কে মুখ ঘোরালেন ডাইনে


প্রতিশ্রুতি? তোমাকে চিনেছি  খুবই

মাস্তুল ভেঙে ঘটিয়েছ ভরাডুবি

হ্যামলেট সেজে বলেছিলে  'নট্ টু বি'


আমার আকাশ চিরে 

বিদ্যুতের মতো কেনো    

খেলো ছিনিমিনি

ছুঁতে গিয়ে কেঁপে উঠি : 

তোমাকে কি চিনি


বন্ধ কি হবে প্লিজ

স্মার্ট হাসি তীর্যক ছেনালি

কবে যে উধাও হবে 

মন নিয়ে সব বিকিকিনি

আবিষ্ট ঘুমের ঘোরে‌কেনো আমি 'লে উঠি :

তোমাকে কি চিনি

আবেগের স্রোতে কবে ধুয়ে যাবে চোখের -বালি


সমাজের রুক্ষ ইঁটে বিশ্বাসের সব ফাঁকে ফাঁকে

জীবনের 'নষ্ট শসা  পচা চালকুমড়ার' পাঁকে পাঁকে

ফুটে ওঠো তুমি 'য়ে

বিবাগী ভ্রমর-লুব্ধ 

নিভৃতের নীল পঙ্কজিনী


শুভদৃষ্টির রাতে 

নেচে-নেচে চোখের তারাতে 

অব্যক্ত বলবো আমি :

তোমাকে তো চিনি

 

1 টি মন্তব্য: