শুক্রবার, ২ জুন, ২০২৩

প্রাণজি বসাক-এর কবিতা

বড় হতে হতে

বড় হতে হতে কত বড় হয় একটা মানুষ তারই ছায়া

পিছু নেয় ছায়ার কোনো অহংকার থাকে না বিস্ময় 

ছুঁয়ে দাঁড়িয়েও থাকে না আনন্দ উল্লাসেও থাকে না

তবুও তার সহমৃত্যু হয় অনিবার্য অপসৃত কাল থেকে 

জানি তুমি মৃত্যুহীন কেউই কেড়ে নিতে পারেনি প্রাণ 

তোমাকে স্মরণ করে সকাল সন্ধে অনিয়মিত নিয়মে

ক্ষমা করো ক্ষমা করো হে মহতের মহত্ত্বময় মহামানব 

মানুষ কখনো কি নিজের ছায়া মাড়ায় অসত্যবিশ্বাসে

বড় হতে হতে একটা ছায়ায় একটা জাতি স্বপ্ন দেখে 

দীর্ঘ কায়া ছুঁয়ে ও মায়া জড়িয়ে মানুষ নতজানু শেষে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন