শুক্রবার, ২ জুন, ২০২৩

শান্তময় গোস্বামী-র কবিতা

কবিতা উৎসব
লাল পেড়ে সাদা শাড়ি আর হলুদ পিঠখোলা ব্লাউজের উতলা প্লাবনে
আজ উড়ুক্কু মাছেদের নিবিড় আত্মীয়তা।
নোনতা জলের ভাষায় কথা বলে উঠতেই দেখি
বেশকিছু ঠাট্টা কানকো বেয়ে চোরাগোপ্তা ঢুকে পড়ে
আমার একলা ঘরে। তবুও কোলাহলে থাকি…

অফুরান কবিতা উৎসবগুলি এক একটি আশ্চর্য এ্যাকুরিয়াম
পেট ভর্তি যার মারাত্মক ধাঁধা…
এইসব সুক্ষ্ম কারচুপির ভেতরে আমি তবু প্রেমে-অপ্রেমে থাকি
কবিতার চলাফেরার নিচেই পড়ে থাকে নুড়িপাথর… শ্যাওলা-ঝাঁঝি
মন ভেসে যায় চোরা প্লাবনের উৎপাতে।

আজকাল সর্বত্র ছড়িয়ে, কবিতা প্রিয় আততায়ীরা
শোনো, আমি কিন্তু স্তব্ধ বসে থাকার জন্য কিলোমিটারে আঁক কষিনি
আস্তিনের ভাঁজে সর্বদা লুকিয়ে রাখি রক্তাক্ত সময়
যতটা সম্ভব আমি সামাজিক… জেনো লাম্পট্য আমার বাহানা
আমার কাব্যিক সমস্ত মৃত্যুর পরোয়ানা তোমার পকেটে... জানি!
জোড় হাতে তাই অশ্রুময় করুণ মিনতি…
ঘরের বিলাপ, শৃঙ্খলা সব আজ তুমুলে বিসর্জিত
জানি, এই ঘর উঁইগুণে জর্জর… তবুও ধনুতে লাগাই তি
আহা রামধনু… অর্জুন… অর্জুন!

অগ্নিস্ফুলিঙ্গের মুখে শব্দ গেঁথে নিশ্চিন্তে আছে মন
প্রার্থনার দু’হাতে সে ছবি যেন কাঠ কয়লায় আঁকা
এতো যে মুখোশ খুলে যাচ্ছি প্রতিদিন
তবু বেরুচ্ছে না মুখ…
ছিলো বটে ভালো চকখড়ি ধারাপাত… কটাক্ষ, হাসি ও স্পর্শের ফসিল…
মনে পড়া না পড়ার মাঝখানে…
মৃত প্রার্থনার দু’হাতে সে ছবি যেন এক প্রাচীন নদীগান!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন