বিপন্নতা বিষয়ক
১
পড়ে আছি অঘ্রাণের বেলা। জড়ানো সুতোর
মধ্যে অসম্ভব গিট। এক একদিন সকালের
ফর্সা মুখ। নীরাভা, তোমাকে। কতটা দূরত্ব
ঠিক, কিমি কিংবা গজ? অভিমান হত।
২
এড়ানো যায় না। আঁশটে গন্ধের মত অন্ধকার।
রুগ্ণ ক্যালেন্ডারে শুভদিন। বরাদ্দ মাছের পাতে
বিড়াল চাহনি। আঁচল সরানো চকিত নগ্নতা।
কথার পৃষ্ঠায় কাটাকুটি। ভুল বানানের মধ্যে
অসতর্ক উঁকি।
৩
নিজেকে ভেঙেছি। টুকরো টুকরো কাচ
ছড়ানো উঠোনে। অক্ষরে অক্ষরে ফণা।
ভিজে ওঠে প্রান্তবেলা। নির্মিত নিরালা
থেকে কেন্দ্রবিন্দু সুদূরে লুকোনো।
৪
চেনা যায় না। মুখের উল্কিতে ভাঙা রঙ।
টেরাকোটা স্বভাবের। চোখের সংলাপে ধরলে
মনের আলোপে বহুদূর। হাসিতে কত্থক যদি
কান্নায় ভরতনাট্যম। তবু ডাকি। কাছাকাছি
আবেগে জড়াই। কিছুটা আলোয় ভাসি
অযুত যোজন অন্ধকারে।
৫
ছোবলের দাগ দেখি বাঁধানো চাতালে।
রক্ত মুছে নেওয়া জলছবি। চোখে চোখ
রাখলে ইতস্তত পাপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন