১৪ই ফেব্রুয়ারি
নদ ও নদীতে আজ পয়লা ফাগুন।
ঈষৎ ব্রীড়ায় হাওয়া ছুঁয়ে যাচ্ছে তুলসীর পাতা,
পৃথিবী যাক রসাতলে খুঁজে নিতে
কে কার ভ্যালেন্টাইন...
আমাদের উষ্ণ উঠোনে খেলা করে
দুইটি কোকিল--
আমাদের মতিভ্রম দেখে
সংলাপে ভারি ব্যস্ত হয় সে দম্পতি
( পাখিদের দাম্পত্য হয়! কি জানি...)
ক্যালেন্ডারে আজ দেখি ১৪ই ফেব্রুয়ারি
অন্যদিনের মতো, জন্ম মৃত্যু সমান সমান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন