জামতাড়া গ্যাং
একটুখানি অসচেতন হলেই ঢুকে পড়ে
ভাইরাস বা ব্যাকটেরিয়া
ওটাই ওদের কাজ
সুযোগের অপেক্ষায় থাকে।
তুমি দুর্বল কিংবা অন্যমনস্ক হয়েছ কি
ঢুকে পড়বে নকল প্রেম
খুবলে খাবে স্বযত্নলালিত তোমার শরীর
ওটাই তাদের কাজ।
সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য করার জন্য
আছে জামতাড়া গ্যাং
শুধু অসাবধানতাবশত কেউ যদি
নিজের তথ্যটুকু দিয়ে ফেলে।
কিছুই করার থাকে না
ভাইরাস ব্যাকটেরিয়া নকল প্রেম
সুযোগের অপেক্ষায় থাকে
জামতাড়া গ্যাং এর মত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন