বসন্ত এসেছে ঘরে ঘরে
শব্দহীন রাত স্তব্ধ হয়ে
শুয়ে আছে তারাদের ভিড়ে
শিশিরের টুপটাপ
চুপচাপ ঝরে যায়।
জ্যোৎস্নার ডালপালা মেলে ধরে
চাঁদ।
জোনাকীর ছোট ছোট আলো
মাঝে মাঝে জ্বলে ওঠে অন্ধকার ফুঁড়ে।
বকুলের ঝরে যাওয়া গান শোনে
অকৃপণ মাটি। রাত শেষে দেখি
হাঁটি হাঁটি করে ভোর এসেছে পাড়ায়
পাড়া জাগানিয়া গান নিয়ে।
কোকিলের কুহুতান জানান দেয়
বসন্ত এসেছে ঘরে ঘরে।
জগৎ সংসারে তাই এতো
খুশি খুশি ভাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন