মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

জগন্ময় মজুমদার-এর কবিতা


আদিগন্ত ধরে রাখি ছিপ

ধরা দেবে বলেছিল মিথ্যে কিছু সম্ভাবনা-মাছ

বসেছি ভেড়ির পাড়ে, খালিগায়ে ঊর্ধ্বে আমব্রেলা

একখানি ছিপ হাতে, টোপহীন কেটে যায় বেলা

দেবে কি দেবে না ধরা, স্বপ্নদেখা একমাত্র কাজ।

ধ্যানের বিন্দুতে মগ্ন, স্থির যেন কেহ নাহি বলে

তুমি আত্মপ্রবঞ্চক, ফাঁকিবাজ তোমাকে ধিক্কার

শিকারি হবার আগে হতে হয় নিজেই শিকার

হে​থা​ সব ছিল সুন্দর তুমি যবে নাহি ছিলে।

ধরা দেবে বলেছিল সে আশায় আজ গুড়ে বালি

হয়ত তেমন করে প্রয়োগের জানি না কৌশল

চোখ কবে দৃষ্টি হবে, ডাক হবে কবে আহ্বান

অভ্যাস জমলে পরে স্বভাবের হব বনমালি

নিজেই নিজের টোপ, আদিগন্ত ধরে রাখি ছিপ

অপেক্ষা কখন হয়, জানি না তো প্রতীক্ষার গান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন