আমার প্রিয় কবিদের একে অপরের সঙ্গে দেখা হয়নি।
বিভিন্ন বয়সী তারা ভিন্ন ভিন্ন দেশে থাকে
তাদের ঘিরে রাখে ভাল মানুষেরা,
তাদের ঘিরে রাখে মন্দ মানুষেরা,
নম্র ফুল হয়ে, পক্ক ফল হয়ে, ফুটে থাকে, ফলে থাকে তারা পৃথিবীর বাগানে।
মেঘ ভালবাসতে গিয়ে তারা মাথা উঁচু করে
আলো আঁধারের ঢেউ খেলা করে তাদের ওপরে।
মাঝেমাঝে তারা পৃথিবীর সব কিছু জেনে নিয়ে
কঠিন সত্য কথা লিখে ফেলে নরম কাগজে।
মাঝেমাঝে তারা কিছুই না জেনে শিশুদের সাথে
খেলা করে স্কুলের প্রাঙ্গণে
যেন এখনই বৃষ্টি নামবে, মেঘদূত বার্তা দিয়েছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন