মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

বিদিশা সরকার-এর কবিতা

সাবটাইটেল


সব সমুদ্রই তো অচেনা রয়ে গেল 

নামগুলো রঙের আন্দাজ 

বিদেশের ছবি বিদেশে বসেই 

সেইসব রঙের থেকে তোমাকে আলাদা করতে পারিনা 

 

তোমার শীতের গল্প লুকিয়ে ফেলেছ 

যদিও দস্তানা দুটো আমার কাছে 

সারা দুপুর রোদ নিয়ে এখন হিমে ভিজে যাচ্ছি 

দুই তালু ঘষে ঘষে 

নাম পদবি কিছুই নেই আর 

তোমার ঠিকানায় দুটো স্পীডপোস্ট শুধু 

 

জেগে জেগে কিছু অনুবাদ 

মাফিয়া আবেগ 

হেলিপ্যাড 

মানচিত্র 

লোয়ার বাজেট 

 

 বরফ চাঁদর আর ভেসলিন  

ডাইরি  ঘেঁষা কিছু সাবটাইটেল 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন