মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা

চৈত্র, ১৪৩০

-কারের মতো জেগে উঠছে পৃথিবী

                          এইমাত্র ভোর হল

পাখপাখালির নড়াচড়া, কাছেপিঠে দু-একজন মানুষ,               

তাদের অস্পষ্ট কথাবার্তা, চলাফেরা        

ভেসে আসছে কানে

প্রহর সংকেত করে উড়ে যাচ্ছে কাক

আলো -আঁধারির ঘেরাটোপে

সবকিছু মায়াবী, অচেনা।


বিকেল শেষে আর এক বিকেলে ছায়া রোদ

আমার চলা ছায়ার থেকে আর এক ছায়ায়

বুকের ভিতর গুমড়ে হাওয়ায় ভাসে সে কোন সুর -------

আমার যে গান আজও হয়নি গাওয়া...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন