শনিবার, ১ অক্টোবর, ২০২২

শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা

হিংস্র

আকাশটাই মনেহলো নিভে গেছে তখন সন্ধ্যাতে
আস্ত ওই লাল ফল গিলে ফেলে মস্ত অজগর
ধীরে ধীরে দেহটিকে এলিয়ে দিয়েছে পশ্চিমে
রক্তহিম চোখদুটি মেলে যেন ক্ষিপ্ত সন্ধ্যাতারা
 আরো কোনও ভয়ঙ্কর বার্তা নিয়ে এসেছে আকাশে
বিবস্ত্র নারীর দেহ লুঠ করে নেশাগ্রস্ত চাঁদ
মুঠো মুঠো ছায়া ছুঁড়ে উন্মাদ ছিনালি
দীর্ঘ দেবদারুটির সমস্ত শরীর জুড়ে হিংস্র আঁচড়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন