শনিবার, ১ অক্টোবর, ২০২২

দেবাশিস চন্দ-র কবিতা

পথ

পথ চলা এক
দুরহ পাটিগণিত
কোন পথে যাবে
কোথায় যাবে
কেনই বা যাবে
ভাবনার আছে
আলো–অন্ধকার
লোভের আলোয়
নির্মাণ করা সড়ক
ভাঙে অত্যাচারিতের
হরপা বানে
সরু–মোটা যাই হোক
গলন্ত চাল ভাত হয়ে
আমআদমির মহাভোজ
পথের শেষে পড়ে থাকে
শূন্যতা, সমবেদনাহীন
অপার শূন্যতা, আকাঙ্খার
কোষাগার ছাই হয়ে ওড়ে
আকাশে বাতাসে
যাজ্ঞবল্ক্যের কাছে
জেনে নিও সম্পদের জোরে
অমর হওয়া যায় না
অমৃতত্বের পথ বহু দূর 

 

1 টি মন্তব্য: