পর্যটক
পৃথিবী জুড়ে নানান পর্যটক
মানববন্ধন আনন্দ উল্লাস
রক ক্লাইমবিং, র্যাফটিং...
মুক্ত জীবন অনুসন্ধান
গাছের আড়াল থেকে কেউ ডাকছে
দৃশ্য থেকে দৃশ্যান্তর
ঝর্নার জলে ভিজে
খুঁজতে থাকলাম রহস্যময় ডাক।
সুন্দর কবিতা, অভিনন্দন।
দৃশ্য থেকে দৃশ্যান্তৱে------ চমৎকাৱ। খুব ভালো লাগলো।
Khub sundor।...Bannya banerjee
সুন্দর লেখা।
ভালো লাগলো আপা🙏🙏🙏
ছোট্ট অথচ অর্থপূর্ণ
বেশ ভালো লাগল।
চমৎকার কবিতা। ভালো লাগলো।
Bhalo laglo besh ....sanjay bandyopadhyay
বাঃ, চমৎকার 👌👌
অনবদ্য।লিখে যাও।
কবিতা -সুরভিত অনুভব ... বললাম অমৃতেন্দু মণ্ডল
সুন্দর কবিতা, অভিনন্দন।
উত্তরমুছুনদৃশ্য থেকে দৃশ্যান্তৱে------ চমৎকাৱ। খুব ভালো লাগলো।
উত্তরমুছুনKhub sundor।...Bannya banerjee
উত্তরমুছুনসুন্দর লেখা।
উত্তরমুছুনভালো লাগলো আপা🙏🙏🙏
উত্তরমুছুনছোট্ট অথচ অর্থপূর্ণ
উত্তরমুছুনবেশ ভালো লাগল।
উত্তরমুছুনচমৎকার কবিতা। ভালো লাগলো।
উত্তরমুছুনBhalo laglo besh ....sanjay bandyopadhyay
উত্তরমুছুনবাঃ, চমৎকার 👌👌
উত্তরমুছুনঅনবদ্য।লিখে যাও।
উত্তরমুছুনকবিতা -সুরভিত অনুভব ... বললাম অমৃতেন্দু মণ্ডল
উত্তরমুছুন