বক্স-ক্যামেরা
থমকে থাকা পথ-হিমালয়।
প্রথম চা-এর কাপ হাজার বছর আগে
কৃষ্ণজল ঢেলে তৃপ্ত মিসুরি-মিসিসিপি নদীর ধারে
স্পেন-এর বিশাল অ্যাকোয়ারিয়াম জলে গ্রন্থিবন্ধন দুলে ওঠে
ভেসে যায় খড়কুটো ঝড়ের দাপটে –––
গৃহসুখ সে তো আদা রসুন মশলার স্বাদে এলোমেলো
ভোরের পাখির গানে মুগ্ধতা ছেয়ে থাকে।
তাপদগ্ধতায় ফেটে চৌচির খেত
এখন ভাবতে হবে শ্বাসপ্রশ্বাস পৃথিবীর।
নদীর তীরে ‘বোট হাউস’ কলরোল দিনরাত
‘ববিন’-এর সুতোর টান চলমান সেলাই-মেশিন।
জলের খোঁজে মাটির কোলে অন্তহীন ফেরা
ডুমুরগাছে প্রজাপতি ফড়িং স্টোর-রুম অবিচল।
শক্ত চোয়ালে লেগে থাকে ক্রুরতার ছায়া –––
বক্স-ক্যামেরায় ধরা থাক কিছু গুচ্ছ ফুল ও চাঁদতারা
স্মৃতি কথা বলে। চমৎকার কবিতা।
উত্তরমুছুনভীষণ ভালো লাগলো। স্বল্পকথায় কত ছবি আঁকা হয়েছে যেন 👌🏻👌🏻
উত্তরমুছুনBhalo
উত্তরমুছুনকতো ছবি।কতো সুন্দর করে কবিতায় বন্দি।
উত্তরমুছুনভালোলাগলো
উত্তরমুছুন