দুব্বোঘাসের পুকুর ১৪
ভালোবাসা শুধু দিতে পারে বাতাস তরঙ্গে লীলাবক্ষ।
যে বুকে মাথায় মুখ ছোঁয় থেমে যায় কথা
সে টানে আজন্ম টান তার কাছে –––
প্রকৃতি অমোঘ এই বোধ সৃষ্টিতে সীমান্ত চিনে নিক
আমি শুধু চেয়ে চেয়ে দেখি প্রেমিক সৈনিক।
নির্মাণের জন্য যেন কোথাও নিজেকে আমি
নিয়ে যাই নিঃসংশয়ে ; সামান্য আমিও তবু
কেমন নিজস্ব বাখ্যা আছে তৃণে।
সব ঘাস জমিতে ফসল ফলে?
ভালোবেসে অগ্নি জ্বলে?
চিত্তে এমন দৃশ্যেও মানুষ কি মানুষের হয়ে থাকে?
ভালোবাসা সত্য আর মিথ্যে দহন জ্বালায়
জন্ম মৃত্যুর অধিক; তাই যে প্রাণ ঘাসের সেই প্রাণ
বৃক্ষ কিম্বা মানুষের
যা মানুষ অতিক্রম করতে পারে না তার নাম
ভালোবাসা যাকে আমি দুব্বোঘাস বলি।
Very nice
উত্তরমুছুনআবদুর রাজ্জাক: very nice
উত্তরমুছুন