শনিবার, ১ অক্টোবর, ২০২২

প্রণব বসুরায়-এর কবিতা

দিন শেষে 


অনেকক্ষণ অপেক্ষার পর সূর্য চলে যায় বালির দেশে

চাঁদ তখনও আসেনি বলে ঘন অন্ধকার

নিজের বাড়ি খুঁজে নিতে সূর্য হোঁচট খায়,

রক্তাক্ত হয়। শিরা উপশিরায় ফাটল ধরে –––

সেই পথেরক্তের সঙ্গেভাসতে ভাসতে ফুল আসে

আসে বোষ্টুমীর তুলসী-হারআঁচলে বাঁধা

তামার পয়সাঅচল দুয়ানি...

কবিরাজ নাড়ি টিপে বলে ––– হরিনাম করো

তখন আকাশময় খইয়ের ফুল যেন তুলো-আঁশ...


আরক্তিম দিন শেষ হয়ে গেলে

বাতাসে গন্ধ ঢালে হাসনুহানা...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন