যে তোমার সামনে হাত পেতে
যে তোমার সামনে হাত পেতে দাঁড়িয়ে,
এমনও হতে পারে, তার হাতে
অমাবস্যার চাঁদ জেগে আছে! অতি-সামান্য অনুদানে
ওই চাঁদ তোমারও হতে পারে। তোমার
কুঁকড়ে থাকা করতলে,
তোমার গোটানো আস্তিনের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা
বহুকালের অন্ধকার
পুনর্নির্মিত হতে পারে অদৃশ্য কিরণে। তুমি যদি দু-পা
এগিয়ে যেতে পারো, সে হয়তো দু-হাজার পা এগিয়ে এসে
তোমার অবনত পৃথিবীকে
পুনরায় সঠিক কক্ষে ফিরিয়ে দিতে পারে।
এতসব অস্ফুট অনুকম্পা যার, সে আজ, তিনি আজ
তোমার সামনেই হাত পেতে দাঁড়িয়ে। এমনও হতে পারে
তাঁর হাতে কাবাগৃহের আলো জেগে আছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন