জীবন জুড়ে ছড়িয়ে রয়েছে মায়াবী পালক
খসে আসা পালকের শেষ রক্ত চিহ্ন
পাখি তুচ্ছ করে অনায়াসে,
পৃথিবীর বিবর্ন পাতার বর্ষনে
গাছের কিছু যায় আসেনা
সে সবুজ ডানা মেলে দেয়,
এক একটা বাঁক নেওয়া সময় শুধু বলে দেয়
ঋতুকাল দুয়ারে দাঁড়িয়ে।
তুমি মানুষ, তোমার পালক নেই
ঝরে পড়া নেই, খসে পড়া নেই
হাড়ের গায়ে অপুষ্ট চামড়ায় ঝুলে থাকো
বেঁচে থাকো,ডাক পিয়ন ডাক দেবে ঠিক
মায়াবী পালক যা ছিল যৌবনের
শূন্য পথে সে শুধু তোমার আনন্দ স্মৃতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন