স্মৃতিতে কয়েকজন মৃত ছায়া।
বাঁ পায়ের স্লিভলেস স্বপ্ন।
ডান পায়ের হয়তো কোনও স্বপ্ন নেই।
ভাঙা সাইকেল নেই। তবু তারা এতদূর এলো।
ঠাকুমার ঝুলিতে শুনশান রাস্তা।
প্রতিটা মুখোশের আলাদা গল্প,
নিজস্ব তেপান্তর থাকে। আমরা কি তার
সাথে, একই পৃথিবীতে হেঁটে যাই?
বৃষ্টি, খোলা কাঁচুলি এবং কাঁটাতার-চাঁদ, –––
রাত্রিবেলা বোধহয় একই রকম চিন্তা করে।
তিরতির জলে সুখজাগানিয়া পদ্মপাণি।
একজন মধুবালা। খুলে যায়
আরশি। খুলে যায় আঁচলের যুগলবন্দী।
খুব ভালো...ধীমান চক্রবর্তীর কবিতা মানেই তা বহুমাত্রিক
উত্তরমুছুন