শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা


মাকে জড়িয়ে আহ্লাদ 

এলোমেলো দিনগুলো সঙ্গোপনে ধরে রাখি 
পায়েসের পাত্রখানি এলাচ লবঙ্গ পরিমলে 
কপালে চন্দন টিপ, কে কার উপমা, তুমি চাঁদ?
উঁকি দিচ্ছে কাঁচপোকা ইতিউতি আকাশের গায়ে

মা-কে জড়িয়ে আহ্লাদ মেখে নিই সর্বাঙ্গ শরীরে 
স্বর্গ যেন চেয়ে আছে দুটি চোখে অপার বিস্ময় 
কল্পনায় ছোটে ঘোড়া আঁকাবাঁকা পাহাড়ি জঙ্গল
ঝরণাকে মানাবে হার মদাশিয়া রমণীর হাসি।

1 টি মন্তব্য: