শব্দের বাগানে আমার বাস বারোমাস কবিতার
চাষ করে চলেছি শীত গ্রীষ্ম বর্ষা
কত শত কবি মনের ছবি আঁকে আমার দেহপটে।
আমার চাওয়া পাওয়ায় ঋদ্ধ হই আমি
কবিতার সাতনরী হার পরে ফিরে আসি বারে বারে প্রতি বছরে।
শব্দের হাত ধরে হেঁটে যাই পথ
কত জনে কত রকমের অভিমত জানায়
রোশনীর আলো ঝলমল ঘরে
মেলে ধরে মনের প্রদীপ
আলোকিত আমি জন্মদিনের কেক কাটি
যত্নে সাজাই কবিতা-বাসর
জমে ওঠে আসর মোমবাতির আলোয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন