শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সুবীর ঘোষ-এর কবিতা

নীলাচলযাত্রা

কত রাত্রি জেগে জেগে নিঃশ্বাসের দেয়াল গেঁথেছি

কী করে অমায়িক অবহেলা ছুঁড়ে তুমি পেরিয়ে গেলে সে দেয়াল!

 

ভদ্রতায় ছিল না খাদ

শৈশবও পড়েনি ঝঞ্ঝাটে

তবু সবুজ পাতার আড়াল থেকে

লুকোনো বেদনার ফল তুলে দিয়েছ অচেনা পথিকের হাতে

 

পথিক নদী পেরোতে পারেনি তাই তার যাত্রাপথ থমকে ছিল

সেই নিঃশ্বাসের দেয়াল থেকে তখন

বিশ্বাসের হাওয়া ঘুরে গেছে

একটু পরেই পূর্ণিমার চাঁদ উঠল

পথিকটি  গৌরাঙ্গর মতো নীলাচলযাত্রায় চলে গেল

 

রাস্তায় সবাই বলছেঃ আমাদের কথা ভাবো

পৃথিবী বড় দূর

যারা কাছে থাকে তারাই শুধু তোমাকে দেখবে

দূরের যাত্রীর ছায়া ও হাওয়া ধরা দেয় না কোনওদিন 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন