শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

জগন্ময় মজুমদার-এর কবিতা

কেক -বাড়ি


তোমার জন্মদিনে কেক আনা হলো

সুন্দর এক কেক -বাড়ি 


বাড়ির উপরে তোমার নাম।


ঘরে দারুণ হইচই আনন্দ,

টেবিলে ছোট্ট ছুরি।


তোমার বয়স গুণে গুণে মোমবাতি জ্বলছে

তুমি ফুঁ দিয়ে নেভাও


জ্বালানোর চেয়ে নেভানোয় সুখ বেশি !


কেক কাটতে তুমি বিহ্বল হলে

তোমার নামের উপরে ছুরি বসাতে দুঃখ ছিল না

কেক- বাড়ি টি কাটতে কেন যে হাত সরে না

মাকে মনে পড়ে--- পায়েস খাওয়াচ্ছে মা

গন্ধে মম বাড়ি


ঘরে হ্যাপি বার্থডে' করতালি মুখরিত সুর

বাইরে তখন বাজছে :

           ছুটির বাঁশি বাজলো যে ওই নীল গগনে...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন