স্পেক্ট্রা
আলোকিত কণাগুলি ক্ষয়ে ক্ষয়ে নির্বাক বুঝি
না’বলা কথার দেশ ঘুলঘুলি পার হয় বুঝি
টুকরো কপোতসুখ চিনে নেয় স্বপ্নের যত গলিঘুঁজি
আলগোছে ছুঁয়ে যাওয়া চবুতরা যতটা সাবেকী।
মধুর কথনস্তব লেগে থাকে স্বপ্নের যত আঁকেবাঁকে
জোনাকিরা গুনে চলে সুবাতাস, আদমশুমারি
টুকরো আলোর কথা জানে শুধু হাজারদুয়ারি
গোধূলি জ্বালিয়ে রাখা নাগরিক নেশারু তামাকে।
বিদুষী ব্যাথার ব্যাধ, বোধোদয়ে টুনি জ্বালা আলো
অনুভবে বোঝা সুখ, চিনে নেওয়া মোমবাতি ঘোর
বাতিল জলের ধারা, প্রপাতের পুরোভাগে ভোর
মুছেছে করুণারস, যদি’বা ও সুখ জমকালো।
মেঘশ্রাব বেদনার, আকাশে ওড়ার ঘনঘটা
বুকের বোতাম খুলি, পাতলুনে রাখি রোদছটা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন