শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

বিদিশা সরকার-এর কবিতা

কবিতা

শীত নিয়ে গেল ....
ঘর জুড়ে ছড়ান ছিটানো ম্যাগাজিন
দুমড়ানো সিগারেট বাক্স
প্লেটে লেগে থাকা কিছু মাঞ্চুরিয়ান চিকেনের
গ্রেভি সস্

জানালাগুলো খুলে দিয়ে যায়
ওরা সব 
ফিরে যাওয়া দেখি 
আজানের আকাশেও
হঠাৎ ফেরারি কোনো স্মৃতির মলাট

কবিতা নিছকই কিছু স্তুতি আর সাইবেরিয়ান
 


প্যান্ডামিক

প্রতিটা শব্দই যেন কবরের নীচে 
আবছা আলোয় চাঁদ চশমা খুলে আই ড্রপ 
ঘষা কাঁচে অনুমান করে সব ব্যাধি 

এখন শহরে যেন কোনো প্রৌঢ় নেই 
নেই কোনো মলিনা মাসিমা ছায়াদেবী 
কাশি নেই যক্ষা নেই 
শীতের চ্যবনপ্রাস বেঁচে থাকে তলানিতে 

এতো ভয় নিয়ে বেঁচে থাকে সাগর মান্নার রাস্তা 
কাশি চেপে চেপে 
জ্বর নেই মিক্সচার অথবা জন্ম নিয়ন্ত্রণ 
মৃত্যু ভয়ে জড়সড় 
শুধু পরিসেবা
অ্যাম্বুলেন্স 
ডেডবডি 

শ্মশানযাত্রীরা হটস্টারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন