রবিবার, ১৯ মার্চ, ২০২৩

শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা

না-বাজানো হারমোনিয়াম

কী জানি কোথায় যেন রয়ে গেছো সুরভি ছড়িয়ে! 
শূন্যমুঠি খুলে দেখি গন্ধময় পুরোনো সুবাস। 
ঠোঁটে এসে থেমে থাকে কতো আফোটা কথা। 
না-বজানো হারমোনিয়ামর 
খারাপ হয়ে যাওয়া রিড হয়ে রয়ে যাবে 
যতদিন বাঁচি।

রেণু রেণু উত্তেজনা। এলোমেলো মন।
হয়তো দুচোখ আর চেয়ে চেয়ে তোমাতে মিলবে না! 
ফেলে আসা দিনগুলি ধরা রইলো মনের কানাচে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন