রবিবার, ১৯ মার্চ, ২০২৩

নাসের হোসেন-এর কবিতা

মায়াবী টেবিল

 

খাতা থেকে কলম তুলে নিইসমস্ত টেবিল ধ্বসে পড়ে

সেই ধ্বংসাবশেষ থেকে জেগে ওঠে নিহত যুবক

পুরোনো বন্ধু আমাকে জড়িয়ে ধরে নতুন কবিতার দিকে নিয়ে যায়

 

তোমার আছে একটি অদৃশ্য টেবিলতুমি তার উপরেই

কবিতা লেখো

 

1 টি মন্তব্য: