বেগবান দৌড়োনো
রাস্তার দুপাশ থেকে অসংখ্য ডালপালা পরস্পরকে
আলিঙ্গন করে নিঃস্বপ্ন আর্চের মতো টানেল তৈরি
করেছে, তার মধ্যে দিয়ে মাইলের পর মাইল গাড়িতে
চেপে ব্যাকুলভাবে আমরা দুজনে ছুটে চলেছি,
অনেকটা নেশার মতো, মন চাইছে, এই বেগবান
দৌড়োনো যেন শেষ না হয়, ধুলোভরা মেঘ
অনবদ্য। কবিতায় ছবি এঁকেছেন কবি।
উত্তরমুছুন