রবিবার, ১৯ মার্চ, ২০২৩

অলোক বিশ্বাস-এর কবিতা

তোমার জন্মদিনে আম্যাজন ডট ইন

আমের বাগান পার হতে এক ঘণ্টা, তারপর লিচুর বাগান, দূরে খালবিল, আরও দূরে রোদ্দুরপ্রদত্ত ধাতু সিদ্ধান্ত। তোমার ঠিকানা, জন্মের ধ্বন্যাত্মক কবিতা। কবিতাগুলোতে কতো মিলিয়ন চিহ্ন আবিষ্কারযোগ্য তা ভবিষ্যতে নয়, ইচ্ছা করলে এখনই কেউ বলে দিতে পারে। রেল স্টেশন থেকে অন্য একটা স্টেশনে পৌঁছতে যতোটা সময় লাগে, তার আগেই তোমার এক ফর্মা কবিতা লেখা হয়ে যায়। এর পেছনে কোনো সুপারন্যাচারাল নেই। যা আছে তা ওই আমবাগান বা লিচুবাগানের সহজ সরল মেটাফিজিক্স। রাজারহাট থেকে দুর্গাপুর যতোটা পথ তার চেয়েও বেশি কোনো দূরত্ব কবিতায় নিয়োজিত রেখেছো এবং সে পথ কোথায় শেষ কেউ জানি না। আমরা যেটা জানি তা হলো তোমার গাছের পেয়ারায়, তোমার গাছের লেবুতে, বসার চেয়ারে কবিতার অনেক মনস্কামনা ডাউনলোড করা আছে। তোমার কবিতা থেকে ডাউনলোড করি কলকাতা নাইট রাইডার্স-দের খেলার গোপন কল্পনা। ঘুমন্ত গণতন্ত্রের শরীরে যখন শাসকদল হাগছে মুতছে, গণতন্ত্রকে যখন ল্যাংটা ক'রে রাস্তায় হাঁটানো হচ্ছে, গণতন্ত্রের বিশুদ্ধতার কথায় যখন শাসকদলের কবিরা মাস্টারবেট করছে, গণতন্ত্রকে যখন তুলে এনে বেশ্যাখানায় বিক্রি করা হচ্ছে, তোমার কবিতার গভীর থেকে উঠে আসছে সুনামি। শাসক বদল হলেও, নেতাই বা নন্দীগ্রামের হায়নাদের বদল হয় না, এই সত্য জেনেছি আমি তোমার কবিতা পাঠে। মন্দির মসজিদ বৃদ্ধি পেলেও রাজনৈতিক ধর্ষণ বন্ধ হয় না, এই সত্য লেখা আছে তোমার বাক্যের উৎসবে...  



 

1 টি মন্তব্য:

  1. " শাসক বদল হলেও, নেতাই বা নন্দীগ্রামের হায়নাদের বদল হয় না, এই সত্য জেনেছি আমি তোমার কবিতা পাঠে। মন্দির মসজিদ বৃদ্ধি পেলেও রাজনৈতিক ধর্ষণ বন্ধ হয় না, এই সত্য লেখা আছে তোমার বাক্যের উৎসবে... ''----এই উপসংহার পর্বে এসে এটি হয়ে উঠেছে সমৃদ্ধ কবিতা। খুবই সুন্দর।

    উত্তরমুছুন