রবিবার, ১৯ মার্চ, ২০২৩

ইন্দ্রাণী দত্ত পান্না-র কবিতা

ক্রীড়া দিবস

মাঠে বসে ডালমুট খাই ঝাল লজেন্স আর এলাচি চা
সাদা সাদা টুপি উড়ে উড়ে চলে আর ফুড়ুৎ করে নীলে চলে যায় শালিকের আনন্দ বাহার
গান ওঠে " তোরা বাতাস কর বাতাস কর"।
উত্তর থেকে জোরাল হাওয়া দিলে মানালিতে ফেলে আসা কান ঢাকা টুপির বিরহ সাপটে ধরে
গুলি চামচ দৌড়ে "ওর গুলিটা ভাঙা ছিল" বলে ঘিরে ধরে ছুটন্ত স্বপ্নের ঝাঁক
খোঁড়া পায়ের বয়স্ক আফসোস গরম খিচুড়ির মধ্যে লুকিয়ে ফেলে  নোনা জলের ফোঁটা।
ভাল মন্দের বিচার রোদের সাথে মুখ বদলায়।
অনেক রকম দৌড় ও তার স্মৃতি নিয়ে শিশির মাখা গাছ অন্যরকম রাত পোহায় আর জেগে উঠে সারাদিন হাসে 
 

২টি মন্তব্য: